নাফনদ থেকে গরুবোঝাই দুটি ট্রলার নিয়ে গেছে বিজিপি

টেকনাফ প্রতিনিধি ◑ 

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপের নাফনদ থেকে গরুবোঝাই দুটি ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন গোলারচর এলাকা থেকে ট্রলার দুটি অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায় বিজিপি।

সোমবার রাত ৯টার দিকে শাহপরীর দ্বীপের পশু আমদানিকারক আবদুল্লাহ জানান, সোমবার সকালে একটি ট্রলারে করে মিয়ানমারের আকিয়াব ১১৮টি গবাদিপশু তার কাছে আসছিল।  এসময় বাংলাদেশ জলসীমার শাহপরীর দ্বীপ সংলগ্ন ঘোলারচর এলাকা থেকে ট্রলারটি ধরে নিয়ে যায় বিজিপি। ট্রলারের প্রায় কোটি টাকার গবাদিপশু ছিল। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

টেকনাফের শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক বিশ্বাস বলেন, সকালে নাফনদ থেকে গরুবোঝাই দুটি ট্রলার ধরে নিয়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। এ বিষয়ে  কোস্ট গার্ডের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গরুবোঝাই ট্রলার ধরে নিয়ে যাওয়ার ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর