বলরাম দাশ অনুপম:
বঙ্গোপসাগরে মালবাহি জাহাজের ধাক্কায় ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটে। এঘটনায় মাঝিসহ ১০ জন জীবিত উদ্ধার হলেও এখনো ট্রলারসহ নিখোঁজ রয়েছে ২ জেলে। সোমবার দিবাগত রাতে কক্সবাজারে ইনানী সমুদ্র সৈকতের দূরবর্তী এলাকায় এঘটনা ঘটে।
নিখোঁজ জেলেরা হলেন-কক্সবাজার সদরের খুরুশকুল ঘোনারপাড়ার মৃত আনর আলীর পুত্র নুরুল আলম ও পূর্ব হামজার ডেইল এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র আব্দু রহিম।
জীবিত ফিরে আসা এফবি সায়েমের মাঝি সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান-ইনানী সমুদ্র সৈকতের দুরবর্তী এলাকায় মৎস্য শিকাররত অবস্থায় তাদের ধাক্কা দেয় একটি মালবাহি জাহাজ। মুহুর্ত্বের মধ্যে ১২ জন মাঝি-মাল্লা নিয়ে ট্রলারটি ডুবে যায়। কিছুক্ষণ পর ১০ জন সাঁতরে কূলে উঠতে পারলেও এখনো নিখোঁজ রয়েছে আরো ২ জন।
এফবি সায়েম ফিশিং ট্রলারের মালিক সদরের খুরুশকুল ঘোনারপাড়ার ছৈয়দ উল্লাহ জানান-নিখোঁজ জেলে ও ট্রলারটি বিভিন্ন জায়গায় খোঁজা হয়েছে কিন্তু এখনো কোন সন্ধান পায়নি।
খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জানান-বিষয়টি ট্রলার মালিক ও জীবিত ফিরে আসা মাঝি তাকে অবগত করেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-