এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় ২০০পিস ইয়াবাসহ মো. আরাফাত উদ্দিন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অধীন হারবাং পুলিশ ফঁাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রবিবার (২৩ ফের্রুয়ারি) ভোররাত ৩টার দিকে অভিযান চালিয়ে উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোলাম ছোবাহান মিয়ার ঘোনা সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর থেকে তাকে আটক করে। আটককৃত মো. আরাফাত উদ্দিন উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা এলাকার জসিম উদ্দিনের ছেলে।
অভিযানের নেতৃত্বে দেয়া হারবাং পুলিশ ফঁাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম বলেন, হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোলাম ছোবাহান মিয়ার ঘোনা সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর ইয়াবা বেচাকেনার গোপন সূত্রে খবর পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানের নির্দেশে রবিবার ভোরাত ৩টার দিকে ওই স্থানে অভিযান চালাই। এ সময় মো. আরাফাত উদ্দিন নামে এক যুবককে আটক ও পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে ফঁাড়ির এএসআই পলাশ চন্দ্র রায়সহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেয় বলেও জানান তিনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হাবিবুর রহমান বলেন, চকরিয়া উপজেলার হারবাং এলাকা থেকে ২০০পিস ইয়াবাসহ মো. আরাফাত উদ্দিন নামে এক যুবককে আটকের ঘটনায় হারবাং পুলিশ ফঁাড়ির এএসআই পলাশ চন্দ্র রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। রবিবার দুপুরে ইয়াবাসহ আটক ওই যুবককে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের কাছে সোপর্দ করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-