দ্বিতীয় বারের মত পালংখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে জুয়েল সভাপতি নির্বাচিত

সংবাদ বিজ্ঞপ্তি ◑

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সর্বসম্মতিক্রমে শাহাদাত হোসেন জুয়েলকে কমিটির পূণরায় সভাপতি নির্বাচিত করা হয়। আগামী ২ বছরের জন্য এ নতুন কমিটি গঠন করা হয়েছে বলে নব নির্বাচিত সভাপতি শাহাদাত হোসেন জুয়েল জানান।

ঐতিহ্যবাহী পালংখালী উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এসএসসি ও জেএসসিতে শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করেছে বলে অভিভাবকরা জানান। শিক্ষার্থীদের আরো ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক, স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যদের তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য সকলের দাবি জানান। এদিকে নব নির্বাচিত সভাপতিসহ সকল সদস্য ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সবিনয় অনুরোধ জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।

সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসেন জুয়েল পালংখালী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নবনির্বাচিত সভাপতি ছাড়াও কক্সবাজার জেলা স্বেচ্চাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত আছেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করছেন।

আরও খবর