নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজার শহরের শীর্ষ ছিনতাইকারী ও সন্ত্রাসী শওকত আলমকে আটক করেছে পুলিশ। আটক ছিনতাইকারী শওকত শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া টেকনাইফ্যা পাহাড় এলাকার মৃত আব্দুল হামিদ প্রকাশ বাইল্যা মিস্ত্রির ছেলে। তাকে আটকের খবর পেয়ে এলাকাবাসীর মাঝে খুশির আমেজ সৃষ্টি হয়েছে। একই সাথে মিষ্টি বিতরণও করছে।
সে আটক হলেও তার কিছু সহযোগি এখনো অধরা রয়েছে বলে জানান স্থানীয়রা।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের লালদীঘীর পাড় থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, শওকত আলম একজন ছিনতাইকারী ও সন্ত্রাসী। এলাকা ছাড়াও শহরের বিভিন্ন স্থানে তার একটি সিন্ডিকেট রয়েছে। এমনকি টেকনাইফ্যা পাহাড়ে মাটির ভিতরে তার নেতৃত্বে একটি আস্তানাও রয়েছে। এলাকার প্রতিটি মানুষই তার কাছে কোন না কোনভাবে হয়রানির স্বীকার হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, ছিনতাই, চুরি ও সন্ত্রাসীসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত ২১ ফেব্রুয়ারি মামলা দিয়ে আটক শওকত আলমকে জেল হাজতে পাঠিয়েছে প্রশাসন। যার মামলা নং- ৭২/২০২০। ধারা- ৩৯৯/৪০২।
তার বিষয়ে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার (ওসি) মো. শাহজাহান কবির জানান, শওকত আলম একজন চিহ্নিত ছিনতাইকারী। গত ২১ ফেব্রুয়ারি তাকে আদালতের মাধ্যামে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-