টেকনাফে বেওয়ারিশ নবজাতকের লাশ উদ্ধার

টেকনাফের নয়াপাড়া এলাকার ঝিনাপাড়ার রাস্তার মাথা ব্রিজের নিচ থেকে শপিং ব্যাগ মােড়ানা বেওয়ারিশ এক নবজাগত লাশ উদ্ধার করছ স্হানীয়রা। শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে এ নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

স্হানীয়রা জানান গত শুক্রবার দিবাগত গভীর রাত কে বা কারা ওই নবজাতকের লাশ ফেলে যায়। স্হানীয় পথচারীরা তা উদ্ধার করে নয়াপাড়া স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে যান। নয়াপাড়া স্বাস্হ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রুপন কুমার সুশীল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই নবজাতকের মৃত্যু হয়েছে। সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হােসন বলেন, নবজাতকের লাশ উদ্ধারর খবর শুনছি।

আরও খবর