কক্সবাজার পাসপোর্ট অফিসের সামনে যুবকের নীরব প্রতিবাদ

কক্সবাজার পাসপোর্ট অফিসের সামনে এক যুবকের নীরর প্রতিবাদ করতে দেখা গেছে।

ছেলেটির নাম শহিদুল ইসলাম,পিতা মৃত নুরুল ইসলাম। তার অভিযোগ, ভোটার হয়েছে, আইডির সার্ভার কপিও আছে, কিন্তু আইডি কার্ড এখনও পায়নি, আর আইডি কার্ড না থাকার কারণে তাকে পাসপোর্ট দিচ্ছেনা, সবকিছু থাকার পরও কেন সে পাসপোর্ট পাচ্ছেনা?

তাই প্লেকার্ড হাতে নিয়ে তার নীরব প্রতিবাদ।

আরও খবর