কক্সবাজার এলএ শাখার সার্ভেয়ার ঘুষের টাকাসহ আটক, কোটি টাকা উদ্ধার


সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল ◑ 
কক্সবাজার শহরের ৩টি স্পটে পৃথক অভিযান চালিয়ে এলএ শাখার সার্ভেয়ার ওয়াসিম, ফেরদৌস ও ফরিদের বাসা থেকে ওয়াসিমকে আটকসহ ঘুষের প্রায় এক কোটি টাকা জব্দ করেছে র‌্যাব-১৫। এ সময় সরকারি নতিপত্রও জব্দ করা হয়। আটক ওয়াসিম জেলা প্রশাসনের এলএ শাখার সার্ভেয়ার বলে জানা গেছে।

১৯ ফেব্রুয়ারি (বুধবার) বিকালের দিকে র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সিও মেজর মেহেদী হাসানের নেতৃত্বে কক্সবাজার শহরের ৩টি স্পটে পৃথকভাবে এই অভিযান চালানো হয়। একদিকে সার্ভেয়ার ওয়াসিমকে শহরের বাহারছড়াস্থ বাসা থেকে প্রায় ৬ লাখ টাকাসহ আটক করা হয়েছে।

অন্যদিকে শহরের তারাবনিয়ারছড়া থেকে সার্ভেয়ার ফেরদৌসের বাসায় অভিযান চালিয়ে প্রায় ২৭ লাখা জব্দ এবং বাহারছড়া এলাকায় সার্ভেয়া ফরিদের বাসায় অভিযান চালিয়ে ৬০ লাখ ৮০ হাজার টাকা জব্দ করা হয়।

আটক ও জব্দের সত্যতা নিশ্চত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি নির্ভরযোগ্য সূত্রে। এই অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর