চকরিয়াতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-২

  • ১ ঘন্টা ব্যাপী বাস চলাচল বন্ধ!

সেলিম উদ্দিন ◑

কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও কমবেশি আরো ১০ জন আহত হয়েছে।

তাদেরকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেছে। দুর্ঘটনার কারনে ঘন্টাব্যাপী মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

১৯ ফ্রেবুয়ারী বুধবার দুপুর সোয়া ১২ টার সময় মহাসড়কের খুটাখালী মইক্ক্যাঘোনা এলাকায় ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা। তাৎক্ষনিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থলে রয়েছে মালুমঘাট হাইওয়ে পুলিশ। তারা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি মেম্বার অলি আহমদ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে চকরিয়ামুখী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে কক্সবাজারমুখী যাত্রীবাহি হানিফ চেয়ারকোচের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে ট্রাক। চেয়ারকোচটি পার্শ্ববর্তী ধানি জমির পাশে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে প্রানে রক্ষা পায় যাত্রীরা।
পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে প্রেরন করেছে।

আরও খবর