শহিদুল ইসলাম, উখিয়া ◑
উখিয়া থানা পুলিশের জব্দকৃত বিভিন্ন মামলার আলামত যানবাহন ডাম্পিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় একটি বাস ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও দ্রুত অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছায় আরো অর্ধশত যানবাহন রক্ষা করা সম্ভব হয়েছে। গতকাল শনিবার দুপুর ২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
উখিয়া সদরের মালভিটা পাড়া এলাকার একটি পরিত্যক্ত জায়গাকে থানা পুলিশ ডাম্পিং স্টেশন হিসেবে ব্যবহার করে আসছে। উক্ত ডাম্পিং স্টেশনে বাস,ট্রাক,জীপ,কার,পিকাপ সহ অর্ধশতের মত যানবাহন রয়েছে। যেগুলো বিভিন্ন মামলায় আটক জব্দকৃত আলামত। এগুলো পাহারা দেয়ার জন্য সার্বক্ষণিক ব্যাটালিয়ন আনসারের লোক নিয়োজিত থাকেন।
গতকাল শনিবার অগ্নিকাণ্ডের সময়ও দুইজন ব্যাটালিয়ন আনসার সদস্য দায়িত্বরত ছিলেন। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদ কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা তদন্ত করা হচ্ছে।
উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের উচ্ছিষ্ট থেকে আগুন লাগতে পারে। তাছাড়া ডাম্পিং স্টেশনের পাশে ময়লা আবর্জনার বাগাড় রয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-