কাপ্তাই লেকে পর্যটকবাহী বোট ডুবিতে নিহত ৫, নিখোঁজ ৩

ডেস্ক রিপোর্ট :
রাঙ্গামাটির ডিসির বাংলো এলাকায় পর্যটকবাহী বোট ডুবিতে ৫ জন নিহত হয়েছে। অন্যদিকে কাপ্তাইয়ে অপর নৌ দুর্ঘটনায় ৩ জন নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।

প্র্রত্যক্ষদর্শীরা জানান ,শুক্রবার সকালে রাঙ্গামাটি ডিসি বাংলো এলাকায় একটি বড় বড় বড় বোট ডুবে যায়। এতে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতহতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে।

দূর্ঘটনা কবলিত এলাকায় রাঙ্গামাটি জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলি নদীতে চট্টগ্রাম থেকে আগত একটি বোট ডুবে গেছে। এতে ৩ জন নিখোঁজ রয়েছে।

এদের মধ্যে আহত কয়েকজনকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাপ্তাই ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা পরিচালনা করছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে জানা গেছে।

আরও খবর