চট্টগ্রামে অনলাইনে জুয়া খেলার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি ওয়েবসাইটের মাধ্যমে তারা জুয়া খেলতেন বলে জানা গেছে। নিউ মার্কেট এলাকার নুপুর মার্কেটের পাখি গলি থেকে বুধবার (১৩ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইদ্রিস (৪০), মো. ওসমান (৩৭), মো. শিপু (৩২), বিপ্লব চৌধুরী (৩২), মো. শাহ আলম (৩১), মো. রায়হান ইসলাম (৩১), ইমান আলী মিঠু (৩০), আব্দুল সফুর ওরফে নয়ন (৩০), নজরুল ইসলাম (৩০), আমজাদ হোসেন রুবেল (২৯), বেলাল উদ্দিন (২৭), মো. রানা (২৬), আব্দুল ওয়াহেদ (২৬), মো. ফারুক (২৫), মো. সানি (২৩), রাজু বনিক (২০)।
কোতোয়ালী থানার এসআই সজল দাশ জানান, গ্রেপ্তারকৃতরা অনলাইনের মাধ্যমে জুয়া খেলে দেশের টাকা বিদেশে পাচার করছে। এটি ডিজিটাল সিকিউরিটি আইনের ৩০ ধারা অনুযায়ী অপরাধ। গ্রেপ্তারকৃতদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এসআই সজল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-