কক্সবাজারে মাদক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আরমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের উত্তর হাজী পাড়ায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা তারেক আরমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার সদর মডেল থানার এএসআই মো. লোকমান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তারেক আরমানের বিরুদ্ধে ২০১৭ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আরমান ঝিলংজা ইউনিয়নের উত্তর হাজী পাড়ার আব্দুল হাকিমের ছেলে এবং ঝিলংজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

তারেক আরমানকে গ্রেপ্তারের ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার মাসুম খান বলেন, ‘২০১৭ সালের একটি মাদক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার রাতে। তবে ওই মামলায় তিনি জামিনে রয়েছে বলে জানা গেছে। তবে এখনো (বৃহস্পতিবার দুপুর ১ টা পর্যন্ত) তিনি থানা হাজতে রয়েছে। এই বিষয়ে আরো যাচাই বাচাই চলছে।

আরও খবর