নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজারের মহেশখালীতে খাদ্যগুদামের উত্তর পাশের খাল হয়ে মানব পাচারের প্রস্তুতিকালে উপজেলার হোয়ানক ইউনিয়নের ফয়েজ মাঝির একটি ফিশিং বোটজব্দ এবং চার জন দালালসহ ১০ জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। আজ বুধবার (১২ জানুয়ারি) ভোর সকালে ছোট মহেশখালীর পৌর সভা এলাকার রশিদ মিয়া ব্রিজের নিচে ঘটনাটি ঘটে।
জানা গেছে, পাচার হতে যাওয়া ছয় জন রোহিঙ্গাকে হোয়ানকের পানির ছড়া থেকে উদ্ধার করতে গেলে ওই সময় আরো চার বাংলাদেশি দালালকে আটক করে পুলিশ।
মহেশখালী থানার ওসি (তদন্ত) বাবুল আজাদ বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রশিদ মিয়া ব্রিজের নিচে রক্ষিত একটি ট্রলারে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন একটি সঙ্গবদ্ধ দালালসহ রোহিঙ্গারা- এমন খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে একটি ট্রলার জব্দ করা হয়। পরে বুধবার সকালে ও হোয়ানকের পানিরছড়া গ্রাম থেকে ঘটনার সাথে জড়িত ছয় রোহিঙ্গা ও চার দালালকে আটক করা হয়। আটককৃত ট্রলারের মালিক হোয়ানক মুহরাকাটা গ্রামের মো. ফয়েজের স্ত্রী জুলেখা বেগম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-