কক্সবাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও প্রদর্শনের দায়ে লাখ টাকা জরিমানা

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
পরিবেশ অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসনের সশনির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) কক্সবাজারের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সদর উপজেলার বাজারঘাটা এলাকায় মোবাইল কোর্ট অভিযানে মেসার্স হাছান পারপিউমারি, আইয়ুব মার্কেট, মসজিদ রোড, বাজারঘাটা দোকান হতে প্রায় ৪৮০ কেজির মত নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় দোকানের ম্যানেজার ইব্রাহিম নামে একজনকে ১,০০,০০০/- টাকা জরিমানা করে করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা, অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র কেমিস্ট মোঃ কামরুল হাসান। উক্ত জব্দকৃত পলিথিন পরবর্তীতে কেটে ব্যবহার অনুপযোগি করে গুদামজাত করা হয়।

আরও খবর