মোঃ শাহীন, টেকনাফ ◑
টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি- বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। উক্ত কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক পদে বদিউল আলম বদি নির্বাচিত হয়।
১১ ফেব্রুয়ারি বিকালে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে ২৪২ ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।
টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল বশরের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে বক্তব্যে রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিক মিয়া, জেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক এইচ এম ইউনুছ বাঙ্গালী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমএ জহির, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সেলিম শিকদার, মাহবুব মোর্শেদ, মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ উল্লাহ প্রমুখ।
নির্বাচিত টেকনাফ সদর আওয়ামীলীগের কমিটি আগামী তিন ৩ বছরের জন্য অনুমোদন দেয় দেওয়া হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-