চকরিয়ায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও চোলাইমদসহ আটক ৩

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া ◑

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাইমদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়।

চকরিয়া থানার অধিন হারবাং ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আমিনুল ইসলাম ও চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) তুষ্ঠ লাল বিশ্বাসের নেতৃত্বে পুলিশের দুইটি দল সোমবার ভোরে ও মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলার বরইতলী ও পৌর এলাকার ভাঙ্গারমুখ এলাকায় এ পৃথক অভিযান চালায়। পৃথক অভিযানে আটককৃতরা হলেন চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের দক্ষিণ খিলছাদক এলাকার মাষ্টার বশির আহামদের ছেলে বেলাল উদ্দিন (৪০) লামা উপজেলার ফাইতং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত ছিদ্দিক আহামদের ছেলে মনজুর আলম (৪২) ও চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের নিজপানখালী এলাকার কবির আহমদের স্ত্রী সখিনা বেগম (৫০)।

হারবাং পুলিশ ফঁাড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমিনুল ইসলাম বলেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বরইতলী মাদ্রাসা গেইটের দক্ষিণ পাশের্ব কয়েকজন যুবক ইয়াবা কেনা বেচার গোপন সূত্রে খবর পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে সোমবার ভোরে ওই এলাকায় অভিযান চালাই।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন যুবক দৌড়ে পালানোর চেষ্ঠা করলে পুলিশ ধাওয়া দিয়ে বেলাল উদ্দিন ও মনজুর আলম নামে দুই যুবককে আটক করে। পরে তাদের দেহ তল্লাসী করে বেলাল উদ্দিনের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও মনজুর আলমের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইন্সপেক্টর আমিনুল ইসলাম আরও বলেন, আটকতৃকদের জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বিক্রির কথা শিকার করেছেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয় বলেও জানান তিনি।

অপরদিকে চোলাই মদ উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) তুষ্ঠ লাল বিশ্বাস বলেন, চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকায় চোলাই মদ বিক্রির গোপনসূত্রে খবর পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে মঙ্গলবার (১১ ফের্রুয়ারি) দুপুরে ওই এলাকায় অভিযান চালাই। এসময় দেশীয় তৈরী চোলাই মদসহ সখিনা বেগমকে আটক ও পরে তার কাছ থেকে ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। চোলাই মদ উদ্ধার অভিযানে থানার এএসআই খাইরুল আলম ও এ এসআই জেড রহমানসহ অন্যান্য পলিশ সদস্যরা অংশ নেয় বলেও জানান তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদ উদ্ধারের ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর মঙ্গলবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও খবর