এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া ◑
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান নতুন প্রয়াস হাতে নিয়েছেন।
“স্বপ্নসারথী হয়ে গড়ব আগামী” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার মাধ্যমিকস্থরের সকল শিক্ষা-প্রতিষ্ঠান সমুহের নির্বাচিত বিদ্যালয় ও মাদ্রাসার কেবিনেট কাউন্সিলের শিক্ষার্থীদের অংশগ্রহনে পারিবারিক সামাজিক অবক্ষয় প্রতিরোধ ও সবার মাঝে দেশপ্রেম সৃষ্টি এবং সকল ধরণের অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে জনমত গড়ার মাধ্যমে সচেতনতা বাড়াতে ‘স্বপ্নডানা’ নামের একটি কর্মসুচি চালু করেছেন।
‘স্বপ্নডানা’র মূল বিষয়বস্তুু হচ্ছে “ক্রীড়া, শিক্ষা-সংস্কৃতির বিকাশ ও সামাজিক অবক্ষয় রোধে স্টুডেন্টস কেবিনেটকে সক্রিয়করণ”।
রবিবার বিকাল ৪ টায় চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে ক্ষুদে শিক্ষার্থীদের নতুন কর্মসুচি “স্বপ্নডানা” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। উপজেলা প্রশাসনের এ কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং চকরিয়া উপজেলার ব্যানবেইস ও আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামারদ্বয়।
চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপার ভাইজার রতন কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনষ্ঠি এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ব্যানবেইস ও আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রমার জাহেদুল ইসলাম ও মিল্টন দে।
অনুষ্ঠানে মতবিনিময়কালে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র আহসান ফয়েজ বলেন, উপজেলার প্রশাসনের উদ্যোগে যেন কম্পিউটার প্রোগাামিং প্রতিযোগীতার আয়োজন করা হয়। যাতে জাতীয় পর্যায়ে আন্ত: স্কুল প্রোগামিং প্রতিযোগীতায় উপজেলার শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করার সুযোগ পায়।
এছাড়া অনুষ্ঠানে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলায় বড় পরিসরে গণিত ও ফিজিক্স অলিম্পিয়াড আয়োজনের দাবি জানান। স্টুডেন্ট কেবিনেটের নিয়মিত কার্যক্রম বৃক্ষরোপণ, পরিস্কার-পরিচ্ছন্নতা, পানিসম্পদ ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে শিক্ষার্থীরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ‘ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে নতুন প্রয়াস হাতে নেওয়া হয়েছে। উপজেলার মাধ্যমিক শিক্ষাস্থরে উদ্ভাবনী এ কার্যক্রমেরই নাম দেওয়া হয়েছে ‘স্বপ্নডানা’।
‘স্বপ্নডানা’র মূল উদ্দেশ্যে হচ্ছে ক্রীড়া, শিক্ষা-সংস্কৃতির বিকাশ ও সামাজিক অবক্ষয় রোধে স্টুডেন্টস কেবিনেটকে সক্রিয়করণের মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীরা সবাইকে সচেতন করবে।
ইউএনও আরো বলেন, স্বপ্নডানা’ কর্মসূচীর আওতায় এই সকল উদ্যোগ গ্রহণের পাশাপাশি বাল্যবিবাহ রোধ, ইভটিজিংয়ের প্রতিকার, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধমূলক বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের করা হবে। স্বপ্নডানা’র কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিয়ে সকল স্কুল ও মাদ্রাসাকে এই কার্যক্রমে যুক্ত করার নিদের্শনা দেন ইউএনও নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
অনুষ্ঠানে চকরিয়া পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-