‘বিশ্বকাপ জয় মুজিব বর্ষের প্রথম উপহার’

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয় বাঙালি জাতির জন্য সবচেয়ে বড় উপহার এবং এই জয়কে মুজিব বর্ষের প্রথম উপহার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, যুব ক্রিকেটাররা দেশে ফিরে এলে তাদের গণসংবর্ধনা দেওয়া হবে। এই বিশ্বকাপ জয় জাতির জন্য এবং মুজিব বর্ষের জন্য সবচেয়ে বড় উপহার।

শেখ হাসিনা বলেন, ভারতের মতো চ্যাম্পিয়নদের হারানো চাট্টিখানি কথা নয়। তাদের সাহস আছে।

আকবর ছেলেটা ওয়ান্ডারফুল। এর আগে আমরা একবার প্যারেড গ্রাউন্ডে সংবর্ধনা দিলাম, আরেকবার পল্টনে দিলাম, সে রকম একটা সংবর্ধনা তাদের আমরা দেব বলে জানান প্রধানমন্ত্রী।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় মন্ত্রিসভার বৈঠকের শুরুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আরও খবর