আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট ◑
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নে দিদার হোসেন সৌরভ (৩৬) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। নিহত দিদার হোসেন সৌরভ ৬নং ওয়ার্ড চরবালুয়ার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

শনিবার (৮ ফেব্রয়ারি) রাতে এই ঘটনা ঘটে। রবিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত দিদার হোসেন সৌরভ ৬নং ওয়ার্ড চরবালুয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ।

স্থানীয়দের বরাত দিয়ে চরবালুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই জাকির হোসেন জানান, নিহত দিদার হোসেন সৌরভের নিজস্ব মাটি কাটার মেশিন ছিল। তার মধ্যে একটি মেশিনের চালক ছিলেন স্থানীয় চরআমজাদ গ্রামের বাহার মিয়া।

শনিবার রাতে মেশিনের ভাড়ার হিসাব করতে বাহারের বাড়িতে যান সৌরভ। কিছুক্ষণ পর ১০/১২ জন মুখোশধারী বাহারের বাড়িতে হামলা চালায়। এসময় তারা ঘরে থাকা সৌরভ, বাহার ও হোসেনকে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে মুখোশধারীরা সৌরভকে টেনে-হিঁচড়ে ঘর থেকে উঠানে নিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক জানান, খবর পেয়ে চরবালুয়া ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। আজ দুপুরে নিহতের লাশ কোম্পানীগঞ্জ থানার মাধ্যমে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আরও খবর