ডেস্ক রিপোর্ট ◑ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে দলের আয়োজনে সমাবেশ চলছে।
রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার কারাবাসের দুই বছর পূর্তি উপলক্ষে শনিবার দুপুর ২টার দিকে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সুনির্দিষ্ট বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারক নেতারা।
সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগে ছোট ছোট মিছিল নিয়ে এতে যোগ দেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। কর্মসূচি শুরুর আগে থেকে ফকিরাপুল থেকে নয়া পল্টনে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের এই দিনে কারাগারে যান। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-