রোহিঙ্গা শিবিরে কিশোরীর আত্মহত্যা

শহিদুল ইসলাম, উখিয়া ◑
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে এক রোহিঙ্গা কিশোরীর আত্নহত্যা করেছে। মঙ্গল বার সন্ধ্যা সাত টার দিকে উখিয়ার কুতুপালং সতের নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত হলেন উখিয়ার কুতুপালং সতের নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা নুরুল হকের মেয়ে রাবেয়া বেগম (১৫)।ওই ব্লকের মাঝি জাহাঙ্গীর আলম বলেন সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে এক রোহিঙ্গা কিশোরীর মৃত্যু হয়েছে । তিনি আরো বলেন পুলিশ কে খবর দেওয়া হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে নিযোজিত পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম সত্যতা স্বীকার করেন।

আরও খবর