এবার রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের তদন্ত শুরু করল আইসিসি

ডেস্ক রিপোর্ট ◑ মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের সঙ্গে যুক্ত দোষীদের চিহ্নিত করার চেষ্টা করবেন এই আদালত।

মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান, আন্তর্জাতিক অপরাধ আদালতের সিনিয়র পাবলিক প্রসিকিউটর হাসিকো মোকোচোকো।

তিনি বলেন, তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। তবে ব্যক্তি পর্যায়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের সঙ্গে যুক্ত দোষীদের চিহ্নিত করার কাজ চলছে।

তিনি আরও বলেন, তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। রোহিঙ্গাদের ওপর রাখাইনে সংঘটিত অপরাধ ক্ষতিয়ে দেখা হবে আদালতে এবং এই অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হবে। সংঘটিত এসব অপরাধের দলিল সংগ্রহ করা হচ্ছে।

এর আগে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার বিচার শুরু করে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

আরও খবর