নিজস্ব প্রতিবেদক ◑ কক্সবাজারের কলাতলী সুগন্ধা পয়েন্টের তারকামানের হোটেল ‘প্রাসাদ প্যারাডাইস’ এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়া ও সংরক্ষণ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এছাড়া হোটেল সী-গালসহ সবাইকে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয় ও সতর্ক করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের হাবিব এর নেতৃত্বে এই অভিযান চালান হয়। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তরুণ বড়ুয়া প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-