এবার রেলওয়ে বস্তিতে আগুন, পুড়ল ৪০০ ঘর

ডেস্ক রিপোর্ট ◑ চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট বাংলাবাজার এস আর বি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিন এস এসসি পরীক্ষার্থীর বাসাসহ পুড়ে ছাঁই হয়ে গেছে ৪শ’ঘর। সোমবার (৩ ফেব্রুয়ারি) আনুমানিক ভোর ৫টা ১০ মিনিটে বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১৪টি গাড়ি গিয়ে প্রায় ২ ঘণ্টা ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আজিজুল ইসলাম জানান; আগ্রাবাদ, নন্দনকানন, চন্দনপুরা ও বন্দর ফায়ার স্টেশনের ১৪টি গাড়ি আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় বস্তির কিছু অংশ রক্ষা করা সম্ভব হয়েছে।

ধারণা করা হচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪শ পরিবার। তবে কোনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এখনো অগ্নিকাণ্ডের সুনির্দিষ্টকারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও খবর