ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

শহিদুল ইসলাম, উখিয়া ◑

ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্র দূত রেনজি তেরিনক সহ ০৬ সদস্যের প্রতিনিধি দল উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। রোববার দুপুর ১ টার দিকে প্রতিনিধি দলটি কুতুপালং-৪ নং ক্যাম্পে আসেন।

ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দরটি কুতুপালং মেগা ক্যাম্পের ৪,১৭ ও বর্ধিত-৪ ক্যাম্পে জাতিসংঘের শরণার্থী সংস্থা কর্তৃক রোহিঙ্গাদের মাঝে নন ফুড সামগ্রী বিতরন কেন্দ্র ও কয়েকটি লার্ণিং সেন্টার পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের সদস্যরা ১৫ জন রোহিঙ্গা শিক্ষার্থীর সাথে বলেন। শিক্ষার্থীরা এসময় তাদের শিক্ষা ব্যবস্থাকে অন্তত দশম শ্রেণী পর্যন্ত উন্নিত করার দাবি জানায়। বিকেল সাড়ে চারটার দিকে বর্ধিত-৪ ক্যাম্পে জাতিসংঘের শরণার্থী সংস্থার অর্থায়নে পরিচালিত বাঁশ টেকসই পরিচর্যা কেন্দ্র পরিদর্শন করেন। প্রতিনিধি দলের সঙ্গে সরকারী কর্মকর্তা সহ জাতিসংঘের বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও খবর