উখিয়া বিএনপির নির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম, উখিয়া ◑

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া -টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলছেন দেশে গণতন্ত্র বলতে কিছু নাই,আওয়ামী লীগ দেশের সকল কাঠামো ধ্বংস করে দিয়েছে। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্হিতি নেই।

শনিবার সকাল দশটার সময় উখিয়া উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উখিয়াস্হ শাহজাহান চৌধুরীর বাস ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।

তিনি আরো বলেন, আমাদের উখিয়া-টেকনাফে ১১ লাখ রোহিঙ্গা রয়েছে। তারা এখন দেশের বোঝা। আমরা স্থানীয়রা চরম সমস্যায় রয়েছি।স্থানীয় বাজার গুলোতে দ্রব্যমূল্যের কোন নিয়ন্ত্রণ নেই। ২শ টাকার মাছ এখন ১ হাজার টাকায় কিনতে হয়। রোহিঙ্গা সংকট সমাধানে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের উচিত মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক পিপি এডভোকেট শামীম আরা স্বপ্না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি দফতর সম্পাদক ইউসূফ বদরী, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা রফিকুল ইসলাম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ফজল করিম সিকদার, মাষ্টার আব্দুল করিম, জুহুর আহমদ চৌধুরী, নুরুল কবির চৌধুরী, মীর আহমদ মেম্বার, জলীল চৌধুরী, অচিন্ত্য বড়ুয়া, আবুল ফজল চৌধুরী, মোঃ সেলিম, দলিলুর রহমান শাহিন, মোঃ ইদ্রিস মিয়া, মোঃ শাহজাহান, শাহজাহান মেম্বার, সাইফুল্লাহ সিকদার, শাহ আমিন চৌধুরী, মনজুর আলম মেম্বার, সোলতান আহমদ মেম্বার, মনির আহমদ চৌধুরী, আবুল হোসেন মেম্বার, সাইফুল ইসলাম, আলাউদ্দিন আল মাহমুদ, জামাল মাহমুদ, যুবদলের আহবায়ক সাইফুল সিকদার, ছাত্রদলের আহবায়ক আরফাত হোসেন চৌধুরী সহ প্রমূখ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।পুরো অনুষ্ঠান পরিচালনা করেন উখিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহামুদ চৌধুরী।

আরও খবর