অনলাইন ডেস্ক ◑ ভারতের উত্তর প্রদেশের ফারুখাবাদে এক শিশু অপহরণকারী পুলিশের গুলিতে নিহত হওয়ার পর তার স্ত্রীকেও পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে ভারতের উত্তরপ্রদেশ প্রায় দশ ঘণ্টা চেষ্টার পর ফারুখাবাদ জেলা থেকে পুলিশ ২৩ জন অপহৃত শিশুকে উদ্ধার করে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, পুলিশের গুলিতে নিহত সুভাষ বাথাম নামের ওই অপহরণকারী খুনের মামলায় প্যারোলে জামিন পাওয়া এক আসামি। সম্প্রতি সুভাষ নিজ গ্রাম থেকে তার মেয়ের জন্মদিনের মিথ্যা কথা বলে ২৩ শিশুকে তার বাড়িতে নিয়ে এসে আটকে রেখে তাদের বাবা মায়ের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। এমন অভিযোগ পেয়ে সুভাষ বাথামের সঙ্গে কথা বলে আলাপ-আলোচনার মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করে পুলিশ। কিন্তু তাতে ফল না মেলায় শেষ পর্যন্ত ওই দুষ্কৃতীকে মারার পরেই বন্দি শিশুদের উদ্ধার করে পুলিশ।
পুলিশের গুলিতে সুভাষ বাথামের মৃত্যু হলেও রোষ থামেনি এলাকার উত্তেজিত জনতার। ওই ঘটনার প্রতিক্রিয়ায় সুভাষ বাথামের স্ত্রীকেও পিটিয়ে মেরে ফেলেন স্থানীয় জনতা ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-