শহিদুল ইসলাম, উখিয়া ◑
জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন অথরিটি – জাইকার পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা উদ্বাস্তু ক্যাম্প পরিদর্শন করেছেন।
জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা ঝুনিচি এর নেতৃত্বে প্রতিনিধি দলটি গতকাল বৃহস্পতিবার বিকেলে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।জাইকার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি বিকেল ৩ টার দিকে কুতুপালং -৫ নং ক্যাম্পের ই ব্লকে এএআর – জাপানের অর্থায়নে স্থাপিত পিসেল স্লজ ম্যানেজমেন্ট প্লান্ট পরিদর্শন করেন।
পরে কুতুপালং – ১৭ নং ক্যাম্পে বিশ্ব খাদ্য কর্মসূচীর ই- ভাউচার সপে রোহিঙ্গাদের স্মার্ট কার্ডের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় কার্যক্রম পরিদর্শন করেন।
জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা ঝুনিচি ছাড়াও বাংলাদেশে জাইকার চীফ রিপ্রেজেন্টেটিভ হিতুসি হিরাটা,জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পরিচালক ইসাকি তুমুসাবুরু ও জাইকার বাংলাদেশস্হ প্রধান কর্মসূচী ম্যানেজার আকমল মাকামেলুদ্দিন প্রতিনিধি দলে ছিলেন।
এসময় কুতুপালং -৫ নং ক্যাম্পের সিআইসি আবু সালেহ মুঃ ওবায়েদুল্লাহ সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-