কক্সবাজারে অজ্ঞাত লাশ উদ্ধার

শাহেদ মিজান ◑

কক্সবাজার শহরের সার্কিট হাউজ সড়কের কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সংলগ্ন নালা থেকে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির লাশ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) খাইরুজ্জামান জানান, নালায় লাশ দেখতে পেয়ে পথচারীরা থানায় জানায়। তথ্য পেয়ে পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

লাশটির শরীরে পচন ধরেছে। চেহারা ঠিক বুঝা যাচ্ছে না। গায়ে গেঞ্জি ও শীতের শুয়েটার এবং পরনে প্যান্ট রয়েছে।

আরও খবর