নাফ নদীর কিনারে মিলল ৭ কোটি ৮০ হাজার টাকার ইয়াবা!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑

টেকনাফ নাফনদী হ্নীলা উপকুল থেকে আবারও ২লক্ষ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

২৭ জানুয়ারী (সোমবার) রাত সাড়ে ৭টার দিকে ইয়াবা পাচারের ঘাঁটি হিসাবে খ্যাত হ্নীলা ইউনিয়ন দমদমিয়া এলাকায় আইয়ুবের জোড়াখাল নামক স্থানে নাফনদীর কিনারা থেকে এই ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সল হাসান খাঁন (পিএসসি) জানান, মিয়ানমারের লালদ্বীপ এলাকা অতিক্রম করে ৩ জন রোহিঙ্গাকে নদী সাঁতরিয়ে উপকূলে উঠার সময় টহলরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়।

এসময় বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করলে ৩টি বস্তা ফেলে সু-কৌশলে পালিয়ে যায় তারা। এরপর ফেলে যাওয়া বস্তা গুলোর ভিতর থেকে ২ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। যার আনুমানিক বাজার মুল্য ৭ কোটি,৮০ লক্ষ টাকা।

আরও খবর