ডেস্ক রিপোর্ট ◑
চট্টগ্রাম-কাপ্তাই সড়কে চন্দঘোনামুখী একটি লোকাল বাস উল্টে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরোও ১২জন আহত হয়েছেন।
নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- জাহানার বেগম (৫৫)। তার বাড়ি রাঙ্গুনিয়ার শীলকে। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান-পাহাড়তলী চৌমুহনী বাজারের পশ্চিম পাশে ওই বাসের সামনের চাকা ব্লাস্ট হয়ে উল্টে খাদে পড়ে যায়।
আহতদের মধ্যে দু’জন চুয়েটের শিক্ষকও রয়েছেন। তারা হলেন- চুয়েটের মেকানিক্যাল বিভাগের শিক্ষক মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং পিএমই বিভাগের নাদিয়া।
র্দুঘটনায় সড়কের দুইপাশে অনেক গাড়ি আটকে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
রাউজান থানার এস আই আমজাদ হোসেন বলেন, ‘আজ সকাল ১১টার দিকে চট্টগ্রাম থেকে চন্দ্রঘোনামুখী একটি লোকাল বাসের সামনের চাকা ব্লাস্ট হয়ে উল্টে খাড়ে পড়ে যায়। এত ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-