বাংলাদেশের সবচেয়ে বেশি খরচের শহর কক্সবাজার : সরকারী গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক ◑  বাংলাদেশের সবচেয়ে বেশি খরচের শহর এখন পর্যটন শহর কক্সবাজার।২৭ জানুয়ারী সোমবার এক প্রজ্ঞাপনে এ তথ্য গেজেট আকারে প্রকাশ করেছে সরকার।রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ গেজেট প্রকাশ করেন।

জানা গেছে, একটি নির্দিষ্ট শহরে বসবাসকারী নাগরিকদের জন্য শহরটি কতটা ব্যয়বহুল, তার ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে আছে বাড়ি ভাড়া, যানবাহন ভাড়া, খাদ্য ও পোশাক সামগ্রীসহ অন্যান্য ভোগ্য পণ্যের দামের মতো বিষয়গুলোও বিবেচনায় নেয়া হয়েছে।

এদিকে কক্সবাজারকে ব্যয়বহুল শহর হিসাবে সরকারী গেজেট প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।কেউ কেউ বলছেন এ গেজেট প্রকাশের সুবিধা পারে সরকারী ও বেসরকারী চাকুরীজীবিরা।এর ফলে তাদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা অনেক বেড়ে যাবে। আবার অনেকে বলেছেন এ গেজেট প্রকাশে স্থানীয়দের সুযোগ সুবিধা পাওয়া তো দুরের কথা এর মাধ্যমে বাড়ি ভাড়া থেকে শুরু করে সবক্ষেত্রে দাম বেড়ে যাবে।এর ফলে প্রাত্যাহিক জীবনে স্থানীয়দের অতিরিক্ত ব্যায়ের ভার বহন করতে হবে।

অপরদিকে অনেকে বলেছেন যেহেতু কক্সবাজার শহরকে ব্যয়বহুল হিসাবে সরকার স্বীকার করে নিয়েছে তার সরকারের উচিত স্থানীয়দের সেভাবে সুযোগ সুবিধা বাড়ানো।অন্যথায় সামাজিক অস্তিরতা দেখা দিতে পারে।

আরও খবর