ঘুমধুমে আমদানী নিষিদ্ধ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে বিজিবি

শহিদুল ইসলাম, উখিয়া ◑

নাইক্ষ্যছড়ি উপজেলার ঘুমধুম বিজিবির সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান মালামাল জব্দ করেছে। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে  এনার্জি প্লাস ১৮৯ প্যাকেট, রিচ কফি ২৬৬ প্যাকেট,হ্যাপি ১৭ প্যাকেট,বার্মিজ কারেন্ট জাল ১৪৩.৬ কেজি,বার্মিজ সিগারেট ৪হাজার ৮শত প্যাকেট।উদ্ধারকৃত মালামালের মূল্যে ১৯লক্ষ ৬০হাজার ৮শ টাকা।

শনিবার সকাল ১১টার সময় ঘুমধুম ইউনিয়নের সেগুন বাগান পুরাতন পাড়া নামক সাহানে পরিত্যক্ত অবস্হায় মালামাল গুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল গুলো উখিয়ার বালুখালী শুল্ক গুদামে জমা রাখা হয়। ঘুমধুম বিজিবির সুবেদার  মুজিবুর রহমান সত্যতা স্বীকার করেন।

আরও খবর