হলদিয়া পালং ও রত্নাপালং ইউনিয়নে এনজিও ফোরামের ‘ক্যাটস’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ◑

উখিয়ায় ওয়াশ কার্যক্রম নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ’র বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর উদ্যোগে ২৪ মাস মেয়াদী প্রকল্পটির ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ‘কমিউনিটি এপ্রোচ টু টোটাল স্যানিটেশন’ (ক্যাটস) নামক ওয়াশ প্রকল্প শুরু করেছে। এ উপলক্ষে আজ বৃহষ্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ ও রত্নাপালং ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ‘কমিউনিটি এপ্রোচ টু টোটাল স্যানিটেশন’(ক্যাটস) নামক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

হলদিয়া পালং ইউনিয়ন •

এতে ইউপি সদস্যা জয়নব বেগম লিপির সভাপতিত্বে ও ইউনিয়ন ফ্যাসিলিটিটেটর আবদুল্লাহ আল আজিজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য ও প্রকল্প অবহিতকরণ ধারণা পত্র উপস্থাপন করেন, এনজিও ফোরামের উখিয়াস্থ ক্যাটস প্রকল্পের টিম লিডার মঞ্জুর মোরশেদ।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ইউপি সদস্য মঞ্জুর আলম,স্বপন শর্মা রনি, জয়নব বেগম লিপি, পশ্চিম হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুল হক প্রমুখ।

প্রকল্প সংশ্লিষ্টরা ব্যক্তিরা বলেন, প্রতিটি ইউনিয়নের সকল পরিবার খোলা স্থানে কেউ মল ত্যাগ করবেনা, সকল কাজে নিরাপদ পানি ব্যবহার করবে, স্বাস্থ্য বিধি মেনে চলবে।

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদে প্রকল্প অবহিতকরণ সভায় বক্তব্য রাখছেন চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম

পরিশেষে, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং এলাকার সার্বিক চিত্রের তালিকা তৈরি শেষে তার কাছে জমা দেওয়ার আহবান জানিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করেন।

এসময় প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর নুরুল আজিম, আবদল্লাহ আল আজিজ ও প্রকল্পের প্রতিনিধিগণ সহ বিভিন্ন কর্মকর্তা, মসজিদের ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রত্নাপালং ইউনিয়ন •

এদিকে রত্নাপালং ইউনিয়নে প্রকল্প অবহিতকরণ সভায় ইউপি সদস্য মীর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও প্রকল্পের হাইজিন প্রমোশন অফিসার এস.এম জাহাঙ্গীর হোসেন সঞ্চালনা ও প্রকল্প অবহিতকরণ ধারণা পত্র উপস্থাপন করেন।

পরে স্বাগত বক্তব্য ও প্রকল্প সম্পর্কে বিষদ আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী মোশাররফ হোসাইন।

রত্নাপালং ইউনিয়ন পরিষদের প্রকল্প অবহিতকরণ সভায় বক্তব্য রাখছেন এনজিও ফোরামের প্রকল্প সমন্বয়কারী মোশাররফ হোসাইন

এছাড়া আরো বক্তব্য দেন, ইউপি সদস্য মাহবুবুল আলম, ফিরোজ আহমদ,কামাল উদ্দিন, আঞ্জুমান ইয়াসমিন চৌধুরী,জান্নাতুল নাহার বিউটি, রত্নাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আবু নোমান চৌধুরী, ইউপি সচিব হরিদাশ পাল প্রমুখ।

পরিশেষে প্রকল্প অবহিতকরণ সভার সভাপতি মীর আহমদ চৌধুরী, উক্ত এই প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নের মাধ্যমে সুন্দর পরিবেশ তৈরি ও প্রকল্পের কাজ সুন্দর ও স্বার্থক হওয়ার অভিমত প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সভার আয়োজন ও সার্বিক সহযোগিতায় ছিলেন
এডভোকেসি এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার গোলাম রাব্বানী।

এসময় ইউনিয়ন ওয়াশ ফ্যাসিলিটেটর তাজনুবা ও প্রকল্পের প্রতিনিধিগণ সহ বিভিন্ন কর্মকর্তা, মসজিদের ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর