কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেফতার-৮

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৮ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ২১ জানুয়ারি সকাল ৮টা হতে ২২ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এসময় আটকৃতদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এর আগের দিন শনিবার আটক হয়েছিল ১৬ জনেক। নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামীরা হলেন —

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৭৬(০১)২০২০, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। ইয়াছমিন আক্তার, পিতা- ছৈয়দ আহম্মেদ, সাং- হালিমা পাড়া, পাহাড়তলী, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৭৪(০১)২০২০, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

২। মোঃ বেলাল, পিতা- মোঃ শাহ আলম, সাং- ছোট হাবির পাড়া, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার।

৩। মোঃ জালাল, পিতা- মোঃ শাহ আলম, সাং- ছোট হাবির পাড়া, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার।

৪। আব্দুল করিম, পিতা- আঃ রহিম, সাং- ছোট হাবির পাড়া, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৭৫(০১)২০২০, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১০(খ)(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৫। ছেং থেমং, পিতা- উমেছা, সাং- মুদির হাড়া, ৯নং ওয়ার্ড, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার।

৬। শান্ত ধর, পিতা- ধনঞ্জয় ধর, সাং- ঘোনার পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।

৭। অলিউল হাসান, পিতা- আবুল কাশেম, সাং- বাদশা ঘোনা, থানা ও জেলা- কক্সবাজার।

পরোয়ানাপ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। এবাদুল্লাহ সিকদার, পিতা- হাজী সৈয়দ আমিন, সাং- মেসার্স সিকদার এন্টরপ্রাইজ, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর