সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা খুবই জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকাল সাড়ে নয়টার দিকে লাবণী পয়েন্ট থেকে লিংকরোড পযর্ন্ত চারলেন সড়কের কাজ অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শুধু কক্সবাজার নয়, সারাদেশে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের জোয়ার বয়ছে। তারই ধারাবাহিকতায় কক্সবাজারে আজ উন্নয়ন চলছে। কিছুদিনের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হবে।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার খুবই গুরুত্বসহকারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্যোগ নেয়া হবে। সেই লক্ষ্যে মিয়ানমারের উপর আন্তর্জাতিকভাবে চাপ অব্যাহত রাখছে সরকার।
বিএনপির উদ্দেশ্যে আওয়ামীলীগ সম্পাদক বলেন, রাজনীতির মাঠে এখন নালিশ পার্টির উপাধি পেয়েছে বিএনপি। তারা শুধু বিদেশী কূটনীতিকদের কাছে গিয়ে সরকারের বিরুদ্ধে নালিশ করছে। জন সমর্থন হারিয়ে তারা এখন দেউলিয়া হয়েছে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের সাংসদ কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারন সম্পাদক এবং পৌর মেয়র মুজিবুর রহমান প্রমূখ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-