গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাবার প্রস্তুতিকালে টেকনাফ উপকুলীয় এলাকা থেকে ২২ মালয়েশিয়াগামী রোহিঙ্গাকে স্থানীয় জনগনের সহযোগীতায় উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
এসব রোহিঙ্গাদের মধ্যে ১৮ জন নারী, ১জন শিশু এবং ৩ জন পুরুষ রয়েছে। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে বসবাস করছিল। সোমবার রাত ৮ টার দিকে টেকনাফ উপকুলীয় ইউনিয়ন শামলাপুর নোয়াখালী পাড়া এলাকায় জমায়েত অবস্থায় তাদের আটক করা হয়।
এই তথ্যটি নিশ্চিত করে টেকনাফ বাহারছড়া ইউনিয়নে অবস্থিত পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) ইন্সপেক্টর মোহাম্মদ লিয়াকত আলী বলেন, ‘একটি মানব পাচার চক্র বাংলাদেশে বসবাসকারী কিছু রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য টেকনাফের শামলাপুর নোয়াখালী পাড়া এলাকায় জমায়েত করা হয়েছে। ওই সংবাদে রাতেই তিনিসহ পুলিশের একটি দল
ওই এলাকায় অভিযান পরিচালনা করে সাগরপাড়ে তীরে নৌকার জন্য অপেক্ষায় থাকা ২২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয় । এতে ১৮ জন নারী, ৩জন পুরুষ, ও ১জন শিশু ছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর স্ব স্ব ক্যাম্পে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-