রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডে দোকান ও কোডেক এনজি সংস্থার গুদাম পুড়ে ছাই

শহিদুল ইসলাম, উখিয়া ◑
কক্সবাজারের উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বড়ইতলী এলাকায় অগ্নিকান্ডে পুড়ে গেছে একটি দোকান ও কোডেক এনজি সংস্হার গুদাম।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্হলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।

কোডেক এনজি সংস্হার প্রজেক্ট অফিসার পরিক্ষীত কুমার বাছাড় বলেন, অগ্নিকান্ডে ৮১৫ কার্টুন বিস্কুট পুড়ে ছাই যায়।

তিনি আরো বলেন উক্ত কার্টুনে থাকা ৮১ হাজার বিস্কুটের প্যাকেট ছিল। তিনি আরো বলে বিগত দুই বছরের সমস্ত কাগজ পত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত হোটেল মালিক জোবায়ার বলেন, অগ্নিকান্ডে দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আরও খবর