নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে অভিযুক্ত ৯ জনকে আটক করেছে পুলিশ। গত ১৬/০১/২০২০ ইং তারিখ সকাল হতে ১৭/০১/২০২০ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জনাব মোহাম্মদ ইয়াছিন, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ মহিদুল আলম, এসআই কাজী আবুল বাশার, এসআই আরফাতুল আলম, এসআই তৈমুর ইসলাম, সনৎ বড়ুয়া সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯ জন আসামীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ রুবেল, পিতা- আব্দুল করিম, সাং- মুরাপাড়া, রশিদ নগর, থানা- রামু, জেলা-কক্সবাজার, মোঃ শাহজাহান, পিতা- মৃত এলাহাদাত ফকির, সাং- কালারমারছড়া, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার, মোঃ নুরুল আবছার, পিতা- মোঃ ফজল করিম, সাং- কালারমারছড়া, নুনাছড়ি, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার, জসিম উদ্দিন, পিতা- মৃত আবুল কাশেম, সাং- সিটি কলেজের পাশের্^, থানা ও জেলা- কক্সবাজার, মোঃ আলমগীর হোসেন, পিতা- আব্দুল হক, সাং- রামচন্দ্রপুর, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা, মোঃ সেলিম, পিতা- মৃত আলী হোসেন, সাং- থোয়াইগ্যা কাটা পাইন বাগান, থানা- রামু, জেলা- কক্সবাজার, মোঃ সোহেল, পিতা- গুরা মিয়া, সাং- গাজীর ডেইল, খুরুশকুল, থানা ও জেলা- কক্সবাজার, মরিয়ম, স্বামী- গুরা মিয়া সাং- গাজীর ডেইল, খুরুশকুল, থানা ও জেলা- কক্সবাজার ও শফি আলম, পিতা- জুনাব আলী, সাং- পশ্চিম কুতুবদিয়া পাড়া, ১নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় আটকের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-