চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় টেকনাফের আ’লীগ নেতা ছৈয়দ হোসেন নিহত

নিজস্ব প্রতিবেদক ◑

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ছৈয়দ হোসেন নামের আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নতুন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছৈয়দ হোসেন টেকনাফ পৌরসভা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়ার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম বলেন, লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয় কক্সবাজার অভিমুখী নোহা গাড়ীটি। এসময় লেগুনা গাড়ীটিও সড়ক থেকে ছিটকে পড়ে।

এতে নোহা মাইক্রোবাস যাত্রী ছৈয়দ হোসেন ঘটনাস্থলে মারা যায়। লেগুনা ও নোহা মাইক্রোবাসের আরো পাঁচ যাত্রী আহত হয়।

আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। দূর্ঘটনা কবলিত গাড়ী দুটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

আরও খবর