উখিয়ায় এক রোহিঙ্গা সন্ত্রাসী আটক

শহিদুল ইসলাম, উখিয়া ◑
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ক্যাম্প পুলিশ।

সোমবার সকাল ১১টার দিকে এ অভিযান চালানো হয়। আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসী হলেন উখিয়ার কুতুপালং চার নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ই ই জোনের নুর হোসেনের ছেলে সৈয়দ আলম (৩১)।

মধুরছড়া পুলিশ ফাঁড়ির মোবারক হোসেন বলেন, আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে সন্ত্রাসী, অপহরন সহ নানান ধরনের অপরাধ ও সাধারন রোহিঙ্গাদের জিম্মি করেন। গতকাল সোমবার দুপুর দুইটার দিকে উখিয়া থানায় সোপর্দ্দ করেন। এ ব্যাপারে উখিয়া থানার ওসি আবুল মনসুর সত্যতা স্বীকার করেন।

আরও খবর