মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বিচারপ্রার্থীর সুবিধার্থে বিধি অনুযায়ী মামলা দায়েরের ১২০ দিনের মধ্যে গ্রাম আদালতের মামলা সমুহ নিষ্পত্তি করতে উখিয়া উপজেলার ইউএনও প্রকৌশলী মোঃ নিকারুজ্জামান চৌধুরী রবিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
সোমবার ১৩ জানুয়ারি সকালে উখিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উখিয়া উপজেলার আইনশৃংখলা কমিটির মাসিক সভায় তিনি এ আহবান জানান।
তিনি বলেন, বিচার প্রক্রিয়া বিলম্ব করলে বিচারকার্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে। মামলার আলামত নষ্ট হয়ে যায়। বিচারপ্রার্থীরা হয়রানীর শিকার হন। গ্রাম আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আাদালতে যেতে বিচারপ্রার্থীরা আগ্রহ হারিয়ে ফেলেন। তাই ন্যুনতম সময়ের মধ্যে গ্রাম আদালতের বিচারকাজ সম্পন্ন করা উচিত।
উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল এহসান খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, উখিয়া থানার ওসি আবুল মনসুর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা সমবায় অফিসার কবির আহমদ, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন, উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ, কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-