উখিয়া জালিয়াপালংয়ে অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বনভূমি উদ্ধার

ফারুক আহমদ, উখিয়া :

উখিয়া উপজেলার ইনানী বন বিভাগের আওতাধীন জালিয়াপালং বনবিটের জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ বেদখল হওয়া সরকারি বনভূমি উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় গতকাল শুক্রবার বন বিভাগ ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, জালিয়াপালং বনবিটের আওতাধীন জুম্মাপাড়াস্হ কালাচাঁদখোলা নামক জাগায় কতিপয় ব্যক্তি সরকারি বনভূমিতে জবর দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলে।

এদিকে বনবিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে কালাচাঁদ খোলা এলাকায় গড়ে ওঠা ৬ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন একই সাথে বেদখল হওয়া সরকারি বনভূমি জবরদখলকারী কবল হতে উদ্ধার করে । অভিযানে নেতৃত্ব দেন যথাক্রমে ইনানী রেঞ্জ কর্মকর্তা ইব্রাহিম হোসেন জালিয়াপালং বিট কর্মকর্তা এইচ এম জলিলুর রহমান রাজাপালং বিট কর্মকর্তা আমির হোসেন গজনবী ও ছোয়াংখালী বিট কর্মকর্তা আরজু মিয়া। এছাড়াও উখিয়া থানার উপ-পরিদর্শক ফখরুল ইসলামসহ একদল পুলিশ উচ্ছেদ অভিযানে সহায়তা করেন।

জালিয়াপালং বিট কর্মকর্তা এইচ এম জলিলুর রহমান জানান, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের নির্দেশে অভিযান চালিয়ে সরকারি বনভূমির জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ বেদখল হওয়া ৫ একর জায়গা উদ্ধার করতে সক্ষম হয়েছি।

তিনি আরো জানান এ ব্যাপারে বিভাগীয় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

আরও খবর