ডেস্ক রিপোর্ট ◑ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে ফৌজদারহাটের বন্দর সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছে। নিহতরা হলেন, পুলিশ সদস্য আলমগীর হোসেন (২৪) ও শহিদুল ইসলাম।
হাইওয়ে পুলিশ বার আউলিয়া ফাঁড়ির এএসআই শফিউল্লাহ বলেন, ‘কুমিল্লা থেকে মোটরসাইকেলে করে তারা চট্টগ্রাম আসছিলেন। বন্দর সংযোগ সড়ক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দু’জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-