র‌্যাব-১৫ অধিনায়ক আজিম আহমদের পিপিএম (সেবা) পদক লাভ

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑

মাদক, সন্ত্রাস দমনে নিজ কর্মক্ষেত্রে দক্ষতা সাহসীকতা ভূমিকা পালন করায় ২০২০ জাতীয় পুলিশ সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে কক্সবাজার (র‌্যাব-১৫) অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমদ রাষ্ট্রপতি পুলিশ পিপিএম (সেবা) পদক আদায় করে নিয়েছেন।

পদক পাওয়ার পর প্রতিক্রিয়ায় র‌্যাব কর্মকর্তা আজিম আহমদ জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে পদকটি গ্রহণ করতে পেরে আমি নিজেকে গর্ববোধ এবং আমার বাহিনীর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ প্রাপ্তির মাধ্যমে আমার কতর্ব্য পালনে কর্মপরিধি আগের তুলনায় আরো বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে দেশের স্বার্থে এবং বাহিনীর সুনাম অর্জন করার জন্য কর্মক্ষেত্রে আরো বেশি ভূমিকা পালন করতে চাই।

উল্লেখ্য, এবারের পুলিশ সপ্তাহ ২০২০-এ চারটি ক্যাটাগরীতে ১১৮ জন পুলিশ সদস্যের হাতে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) তুলে দেয়া হয়।

এরমধ্যে, বিপিএম সাহসিকতা পদক পেয়েছে ১৪ জন বিপিএম সেবা পদক পেয়েছেন ২৮ জন, সাহসিকতায় পিপিএম পেয়েছেন ২০ জন এবং
সেবায় পিপিএম পেয়েছেন ৫৬ জন।

আরও খবর