কক্সবাজারে ছিনতাইকারি মুন্নার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর এলাকা থেকে মুন্না হাসান ওরফে আমিন (২৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ বলেছে, নিহত মুন্না একজন চিহ্নিত ছিনতাইকারি এবং ছিনতাইকারিদের দু’পক্ষের বিরোধের জের ধরে এ হত্যাকান্ড। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী বন্দুক ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের দেয়া তথ্য মতে বুধবার (৮ জানুয়ারী) দুপুরে মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মুন্না মহেশখালীর শাপলাপুরের বাড়িয়া পাড়ার আবুল বশরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবির। তিনি জানান, তাদের দুই গ্রুপের মধ্যে গুলাগুলির ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। নিহত মুন্না সম্প্রতি কলেজ ছাত্রের রগ কেটে ছিনতাই মামলা সহ কয়েকটি ছিনতাই মামলার আসামি।

আরও খবর