টেকনাফ থানার এএসআই সনজিব এর আইজিপি ব্যাজ লাভ

গিয়াস উদ্দিন ভূলু, কক্সবাজার জার্নাল ◑

কর্মক্ষেত্রে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ কর্মকান্ড দমনে প্রশংসনীয় ভূমিকা পালন করায় অবশেষে আইজিপি পদকে ভূষিত হলেন টেকনাফ মডেল থানায় কর্মরত চৌকষ এবং দক্ষতা সম্পন্ন পুলিশ অফিসার এএসআই সনজিব দত্ত।

আজ ৭ জানুয়ারী তিনি সফলতার সেই পুরুষ্কারটি বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান জাবেদ পাটোয়ারীর কাছ থেকে গ্রহন করেছেন। পদক প্রাপ্ত ‘সনজিব দত্ত’ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কৃতি সন্তান।

তিনি ২০১৮ সালের অক্টোবর মাসে মহেশখালী থানা থেকে টেকনাফ মডেল থানায় যোগদান করে
চলমান মাদক বিরোধী অভিযানে ধারাবাহিক ভাবে কঠোর ভুমিকা পালন করে সাহসী পুলিশ অফিসার হিসাবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়।

এই পুরষ্কার গ্রহণ করার পর তিনি সর্বপ্রথম জেলা পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, উখিয়া-টেকনাফ সার্কেল, টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাসসহ কর্মরত সকল অফিসার ও ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি কর্মক্ষেত্রে এই সফলতা ধরে রাখার জন্য সকলের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।

আরও খবর