সোলাইমানির জানাজায় পদদলিত হয়ে নিহত ৩৫

নিজ শহরে অনুষ্ঠিত ইরানি জেনারেল কাসেম সোলাইমানির জানাজায় পদদলিত হয়ে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। কয়েক লাখ মানুষ ওই জানাজায় অংশ নেয়। পদদলিত হয়ে আহত হয় আরও অন্তত ৪০ জন।

মঙ্গলবার সোলাইমানির মরদেহ কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় তার নিজের শহর কারমানে। সেখানে অনুষ্ঠিত জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে। এরআগে গত সোমবার তেহরানে তার জানাজায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইমামতি করেন। সেই নামাজেও মানুষের ঢল নামে।

অনেকেই জেনারেল সোলাইমানিকে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর মানুষ হিসেবে দেখে থাকেন। তবে যুক্তরাষ্ট্র তাকে সন্ত্রাসী এবং আমেরিকান বাহিনীর জন্য হুমকি বলে বিবেচনা করতো।

আরও খবর