লোহাগাড়া সংবাদদাতা:
চট্টগ্রােমর লোহাগাড়ায় ১৪০০ ইয়াবাসহ টেকনাফের নুরুল হক(২০)নামের এক যুবককে আটক করেছে চট্টগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে টেকনাফের হোয়াইক্যং সাতঘরিয়া পাড়া এলকার মৃত নুরুল আমিনের ছেলে।
সোমবার (৬ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে তাকে আটক করেন চট্টগ্রামের মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়, চট্টগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক এ.কে.এম আজাদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারী হাট বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমুখী বাস থামিয়ে নুরুল হকের দেহ তল্লাসী চালিয়ে ১ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করেন। আটক নুরুল হক ইয়াবা গুলো পাচারের উদ্যশ্যে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক এ.কে.এম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাচার করার সময় ১৪শ পিস ইয়াবাসহ নুরুল হককে আটক করে থানায় সোপার্দ করা হয়। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-